Alexa

লা মেরিডিয়ানে ইফতার ও ডিনার ৪১০০++ 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লা মেরিডিয়ানে ইফতার ও ডিনার ৪১০০++ 

পবিত্র রমজান মাসের আত্মিক শুদ্ধতা ও ধর্মীয় আনুগত্যের মাস। এই পবিত্র মাসকে সামনে রেখে লা মেরিডিয়ান ঢাকা রমজানের বিশেষ বুফে ইফতার ও ডিনারের আয়োজন করেছে। এ আয়োজনের অংশ হিসেবে রমজানের পুরো মাসজুড়ে থাকছে লাইভ ফুড স্টেশন। 

১৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত (চাঁদ দেখার ওপর নির্ভর করে) লা মেরিডিয়ান ঢাকার সিগনেচার রেস্টুরেন্ট- লেটেস্ট রেসিপি, ওলিয়া এবং ল্যাটিচুড ২৩- এ স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার পরিবেশন করা হবে।  

লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে মাগরিবের সময় থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বুফে ইফতার ও ডিনারের আয়োজন থাকবে। এ বুফেতে জনপ্রতি খরচ পড়বে মাত্র ৪১০০++ টাকা। সেহরির জন্য থাকছে রাত সাড়ে ১২টা থেকে ফজর আজান পর্যন্ত ‘বুফে সেহের’। এ বুফেতে জনপ্রতি খরচ পড়বে ১৯৫০++ টাকা। এছাড়াও, রমজানের বিশেষ ইফতার আয়োজনের সাথে রেগুলার বুফের আয়োজনও থাকবে রেস্টুরেন্টটিতে। 

ইফতারের সময় রেস্টুরেন্টগুলোতে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবারের সঙ্গে নারী ও পুরুষ অতিথিদের জন্য থাকবে আলাদা নামাজের ব্যবস্থা। 

যোগাযোগ: +৮৮০ ১৯৯০৯০০৯০০ ও +৮৮০ ১৭৬৬৬৭৩৪৪৩
 

গুয়েতেমালায় উদ্ধার কাজ বন্ধ, এ পর্যন্ত নিহত ১১০
ঈদের পর পুঁজিবাজারে ফের দরপতন
ফিরতি পথেও লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণে ব্যবস্থা
দুর্ভোগ না কমা পর্যন্ত ত্রাণ দেওয়া অব্যাহত থাকবে
শিয়াল মারার ফাঁদে পা আটকে বৃদ্ধার মৃত্যু