Alexa

বৃষ্টিতে শিশুরা কী করবে! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বৃষ্টিতে শিশু

সারাদিন বৃষ্টি হচ্ছে, থামার নাম নেই, চারদিকে পানি জমে গেছে, বড়দেরই বেশ ঝামেলা পোহাতে হচ্ছে কোথাও যেতে। এ ‍‍অবস্থায় শিশুরা রয়েছে সব থেকে বিপদে, তাদের না আছে খেলার জায়গা, না স্কুলে যাওয়া, বাইরে যাওয়ারও উপায় নেই। 
এদিকে অনেক সময় বাসায়ও কেউ থাকছে না, তাদের সময়টা কীভাবে কাটবে! 

এই বৃষ্টির অলস দিনগুলোতে ছোট শিশুদের মন খারাপ করে যেন বসে না থাকে, এজন্য কিছু আয়োজন থাকতে পারে। 

বৃষ্টিতে শিশুখেলা
যেতেতু শিশুরা বৃষ্টির মধ্যে বাইরে যেতে পারছে না, তাদের জন্য ঘরোয়া কিছু খেলার ব্যবস্থা করে দিন। তবে শুধু কম্পিউটারে ভিডিও গেম নয়, ঘরের একটা পাশে কিছু ছোট ছোট বল রাখতে পারেন, যেগুলো দিয়ে সে খেলতে পারে। 
পাজল মেলানোর আইডিয়াটা খারাপ না, বেশ কয়েকটি পাজল মেলানোর কাজ দিয়ে দিন অনেকটা সময় চলে যাবে। এতে শিশুর বুদ্ধি ও মনোযোগ বাড়বে। 

খাবার 
বৃষ্টির সময়ে মজার মজার খাবার শিশুর মন খারাপ ভাব কাটিয়ে দেবে। তার পছন্দের পর্যাপ্ত খাবার রাখুন। 

মুভি 
শিশুদের উপযোগী কযেকটি মুভি রাখুন, তারা পছন্দের খাবার খেতে খেতে মুভি দেখবে। বেশ খানিকটা সময় আপনিও চিন্তামুক্ত। 

বৃষ্টিতে শিশুবই পড়া 
বয়স অনুযায়ী শিশুর জন্য ছবি দেওয়া সুন্দর সুন্দর গল্পের বই এনে রাখুন। বৃষ্টির দিনে নতুন একটা বই পড়তে দিয়ে আপনি নিজের কাজ করুন। সময় করে জানতে চান, বইটা কেমন ছিল, কী গল্প ছিল, এটা থেকে সে কী শিখেছে...এভাবেই বই পড়ার অভ্যাসটা হয়ে যাবে। 

ফেরার পথে কিছু একটা 
দীর্ঘ সময় শিশু একা ছিল, তার কিছুটা মন খারাপ হতেই পারে, বাড়ি ফেরার সময় শিশুর পছন্দের একটা ছোট্ট উপহার নিয়ে আসুন। 

একটু ছাড় 
বৃষ্টির সময়ে যখন নিজে বাড়িতে থাকেন, কিছু সময়ের জন্য তাকে বাইরে নিয়ে যান। একটি ছোট ছাতা হাতে দিয়ে বৃষ্টিতে ছেড়ে দিন। 

একটু খেয়াল রাখলেই বৃষ্টির সময়টা শিশুর জন্যও নিরাপদ ও উপভোগ্য হয়ে উঠবে।   

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসআইএস

মেঘনার অস্বাভাবিক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত
সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা বঞ্চিত গর্ভবতী নারী!
৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু
যে প্রক্রিয়ায় বঙ্গবন্ধু হত্যার বিচার
জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী