Alexa

অবৈধ অনুপ্রবেশের দায়ে ফুলবাড়ী সীমান্তে ২ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আটকের প্রতীকী

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি দুই যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটক যুবকরা হলেন- রংপুর জেলার কোতোয়ালি থানার জুম্মাপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুল হাকীম (২৯) ও একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে ইমন আলী (২৮)।

বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে ফুলবাড়ী থানা পুলিশ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৬ মে) দিনগত রাতে উপজেলার নাওডাঙ্গা সীমানার (আন্তর্জাতিক সীমানা পিলা-৯৩০) পাশ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় (নো-ম্যানস ল্যান্ড) দু’টি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে জানান, দুপুরে আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এফইএস/ওএইচ/

চুনারুঘাটে মাটিচাপা পড়ে ২ নারী শ্রমিকের মৃত্যু
জাহিদ হাসান এবার গার্ড!
বৃহস্পতিবার শহীদ মিনারে গোলাম সারওয়ারকে শেষ শ্রদ্ধা
চট্টগ্রামে পুড়েছে শতাধিক কাঁচাঘর, দোকান
উসকানি-সহিংসতার অভিযোগের ৫১ মামলায় গ্রেফতার ৯৭