Alexa

কুষ্টিয়ায় ব্রয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতীকী

কুষ্টিয়া: কুষ্টিয়ার শহরতলীর বটতৈল এলাকার কেএনবি পোল্ট্রি ফিড কোম্পানিতে ব্রয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে আসলাম (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মে) সকালে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। আসলাম সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, বুধবার (১৬ মে) রাতে কুষ্টিয়ার কেএনবি পোল্ট্রি ফিড কোম্পানিতে ব্রয়লার বিস্ফোরণে আসলাম ও সাইফুল নামে দুই শ্রমিক দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আসলামের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানোর পরামর্শ দেন। পরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। 

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এসআরএস/

মেক্সিকোর নব নির্বাচিত নারী কংগ্রেস প্রতিনিধি অপহৃত
চুনারুঘাটে মাটিচাপা পড়ে ২ নারী শ্রমিকের মৃত্যু
জাহিদ হাসান এবার গার্ড!
বৃহস্পতিবার শহীদ মিনারে গোলাম সারওয়ারকে শেষ শ্রদ্ধা
চট্টগ্রামে পুড়েছে শতাধিক কাঁচাঘর, দোকান