Alexa

আথুই মং মারমা ৮ দিন পর  উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান

বান্দরবান: থানচি থেকে অপহৃত তুংখং পাড়া প্রধান (কার্বারি) আথুই মং মারমাকে ৮ দিন পর উদ্ধার করেছে বিজিবি। 

বৃহস্পতিবার (১৭ মে) বিকেলে উপজেলার রেমাক্রী ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী একটি পাহাড়ি ঝিরি থেকে চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

বলিপাড়া বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল হাবিবুল হাসান বাংলানিউজকে জানান, অভিযানের মুখে দুর্বৃত্তরা আথুই মংকে রেখে পালিয়ে গেছে। কয়েক দিন ঠিকমতো না খাওয়ায় তিনি শারীরিকভাবে দুর্বল। বলিপাড়া ব্যাটেলিয়নে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

গত ১০ মে থানচি সদর ইউনিয়নের তুংখং পাড়া থেকে আথুই মং মারমাসহ তিনজনকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে আথুই মং মারমার স্ত্রী আদিমা মারমা ও বোন মেনু প্রু মারমাকে মুক্তি দেয় অপহরণকারীরা।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, মে ১৮, ২০১৮
এসআই/

চুনারুঘাটে মাটিচাপা পড়ে ২ নারী শ্রমিকের মৃত্যু
জাহিদ হাসান এবার গার্ড!
বৃহস্পতিবার শহীদ মিনারে গোলাম সারওয়ারকে শেষ শ্রদ্ধা
চট্টগ্রামে পুড়েছে শতাধিক কাঁচাঘর, দোকান
উসকানি-সহিংসতার অভিযোগের ৫১ মামলায় গ্রেফতার ৯৭