Alexa

ফরিদগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতীকী

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মে) সন্ধ্যায় ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা দুই শিশুরা হলো- ওই বাড়ির তাজুল ইসলামের ছেলে তাহসিন (২) ও প্রবাসী মামুনের মেয়ে তাহমিনা (২)। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই-বোন।

তাহসিনের বাবা তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, তাহসিন ও তাহমিনা মাগরিবের আগে উঠানে খেলাচ্ছলে সবার অগোচরে বাড়ির পেছনের পুকুর পাড়ে চলে যায়। পরে দুই পরিবারের লোকজন তাদের না দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুজি শুরু করলে বাড়ির পেছনের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদের নিয়ে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহসিনের পায়ের ও হাতের আঙুল টানাটানি করলে ফুটে উঠে। এ সময় জীবিত ভেবে রাতেই তাদের চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মো. মিজানুর রহমান দু’জনকেই মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। 

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, মে ২৫, ২০১৮
এসআরএস

আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়
শাহজালালে ৬ স্বর্ণেরবারসহ যাত্রী আটক
ছাগলনাইয়ায় মহিষের দখলে পশুরহাট
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা লক্ষাধিক পিস