Alexa

বেলকুচিতে অস্ত্র-গুলিসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৪ মে) দিনগত রাতে উপজেলার সুবর্ণসাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- সুবর্ণসাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম বাপ্পী (৩৩) ও একই গ্রামের আইয়ুব আলীর ছেলে বাবুল হোসেন বাবু (৩৬)।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, গোপন খবর পেয়ে রাতে সুবর্ণসাড়া গ্রামের মাদক বিক্রেতা বাবুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনের সময় বাবু ও বাপ্পীকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, মে ২৫, ২০১৮
এসআরএস

আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়
শাহজালালে ৬ স্বর্ণেরবারসহ যাত্রী আটক
ছাগলনাইয়ায় মহিষের দখলে পশুরহাট
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা লক্ষাধিক পিস