Alexa

কিশোরগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতীকী

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নে গাছ থেকে পড়ে জাকির হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ জুন) দুপুরের দিকে উপজেলার কাচারীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জাকির ওই গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে নিজের আমের গাছে আম পাড়তে ওঠে জাকির। এ সময় ডাল ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখানে থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুন ১২, ২০১৮
এসআরএস

অসুস্থ সাবেক ভিসি ও মুক্তিযোদ্ধার পাশে মেয়র লিটন
প্রবীণ সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে ক্র্যাবের শোক 
ট্রাফিক সপ্তাহ: সিলেটে মামলা ৩ হাজার ৭৫৮ 
কলারোয়া পৌর মেয়র আকতারুল ইসলাম সাম‌য়িক বরখাস্ত 
বেগমগঞ্জে জামায়াতের আমিরসহ আটক ১১