Alexa

ট্রলারের ইঞ্জিনে কাপড় পেঁচিয়ে জেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় ট্রলারের ইঞ্জিনের সঙ্গে পরিধেয় কাপড় জড়িয়ে কুদ্দুস খন্দকার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১২ জুন) বেলা ১১টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের ঝাউ বাগান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কুদ্দুস কুয়াকাটা পৌর শহরের হুসেনপাড়া এলাকার মৃত তোজাম্বর আলীর ছেলে।

নিহতের জেলে কুদ্দুসের শ্যালক ফোরকান এবং প্রতিবেশী জেলে সেলিম জানান, সাগরে মাছ শিকারের উদ্দেশে ছেলেকে নিয়ে বের হন কুদ্দুস খন্দকার।

ইঞ্জিন চালু করার সময় সাগরের ঢেউয়ে নৌকার পেছন ভাগ হঠাৎ উপরে উঠে যায়। এসময় কুদ্দুস ছিটকে গিয়ে ইঞ্জিনের উপর পড়েন এবং তার গায়ের গেঞ্জি ইঞ্জিনের চাকায় জড়িয়ে যায়। এসময় মাথা, বুক এবং হাতে প্রচণ্ড আঘাত পান তিনি। 

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা পরে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলা‌দেশ সময় : ২০২২ ঘণ্টা, জুন ১২, ২০১৮
এমএস/আরএ

ছাগলনাইয়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৬
যশোরে ভিজিএফ’র চাল পাচার রুখে দিলো জনতা
ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিলেটের চামড়া ব্যবসায়ীরা!
কেরালার বন্যায় রেড অ্যালার্ট প্রত্যাহার, নিহত ২৪৫
পরোক্ষ ধূমপানে বাড়ে শিশুদের ফুসফুসজনিত রোগের ঝুঁকি