Alexa

রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের প্রতি আহ্বান  

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পরররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে ইউএনএইচসিআরের আঞ্চলিক প্রতিনিধি জেমস লিন্স

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মিয়ানমার সরকারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে জাতিসংঘ শরণার্থী সংস্থা- ইউএনএইচসিআরের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার (১২ জুন) ইউএনএইচসিআরের আঞ্চলিক প্রতিনিধি জেমস লিন্সের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান।

জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে মিলিত হন ইউএনএইচসিআরের আঞ্চলিক প্রতিনিধি জেমস লিন্স। 

এসময় জেমস লিন্স রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে ইউএনএইচসিআর ও ইউএনডিপির মধ্যে সমঝোতা স্মারকের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এই সমঝোতা স্মারকের মধ্যদিয়ে রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ ও মিয়ানমারের মধ্যে সহযোগিতার পথে আরও প্রশস্ত হবে বলে প্রত্যাশা করেন জেমস লিন্স।

রোহিঙ্গাদের অবিলম্বে প্রত্যাবাসনের লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে মিয়ানমার। চুক্তিতে রোহিঙ্গাদের নিরাপদে ফেরাতে রাখাইনে উপযুক্ত পরিবেশ তৈরিতে জোর দেওয়া হয়েছে। গত ৬ জুন মিয়ানমারের রাজধানী নেপিদোতে এ চুক্তি সই হয়। 

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুন ১২, ২০১৮
টিআর/এএ

প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ করবে বিএনপি
রাজশাহীতে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক
১৫ আগস্টে সুনির্দিষ্ট কোন হুমকি নেই
আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা ৩১ আগস্ট
সড়ক দুর্ঘটনায় সকালেই ঝরে গেলো ৮ প্রাণ