Alexa

খুলনায় পুনর্বাসিত ভিক্ষুকদের নিয়ে ইফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইফতার-মাহফিল, ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় ১শ’ ২০ জন পুনর্বাসিত (যারা পূর্বে ভিক্ষুক ছিলেন) ভিক্ষুকদের নিয়ে ইফতার-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ জুন) খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরীর অফিসার্স ক্লাবে এ ইফতার-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া। সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক (ডিসি) আমিন উল আহসান।

এসময় উপস্থিত ছিলেন- খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মুনিরুজ্জামান, আবু সায়েদ মো. মঞ্জুর আলম, এনডিসি মো. জাকির হোসেন ও জেলা প্রশাসনের অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা।

অনুষ্ঠানে পুনর্বাসিত ভিক্ষুকদের হাতে চাল, ডাল, সেমাই, লবন, তেল ও গুড়ো দুধ নগদ টাকা তুলে দেন প্রধান অতিথি।

পুনর্বাসিত ভিক্ষুকরা জানান, এখানে সবার মধ্যে তাদের যে সম্মান দেওয়া হয়েছে তাতে তারা অত্যন্ত খুশি। তারা আর ভিক্ষাবৃত্তি করতে চান না। এ জন্য তারা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকার আশা ব্যক্ত করেন।

ডিসি আমিন উল আহসান বাংলানিউজকে বলেন, ২০১৭ সালের ৮ মে খুলনা জেলাকে প্রাথমিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়। আত্মসম্মানবোধ না বাড়াতে পারলে ভিক্ষুকদের পুনর্বাসন সম্ভব না। এভাবেই সমাজের সব স্তরে সম্মানের সঙ্গে পুনর্বাসনের মাধ্যমে তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

এদিকে দুই বছর ধরে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ভিক্ষুককে সমান মর্যাদায় ইফতারে অংশগ্রহণ করানোর বিষয়টি খুলনার সকলের প্রশংসা কুড়িয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ১২, ২০১৮
এমআরএম/ওএইচ/

অসুস্থ ইরফানের পাশে শাহরুখ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হলেন ফয়েজ আহম্মদ
বিচ্ছিন্ন শিশুদের পরিবারে ফেরাবে মার্কিন সরকার
ট্রেনের গার্ডকে লাঞ্ছিত করার অভিযোগে কুলি সর্দার আটক 
বিশ্বকাপ ঘিরে সরগরম রুশ ডেটিং অ্যাপস