Alexa

বান্দরবানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

বান্দরবান: বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রাণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ জুন) বিকেলে শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াছির আরাফাত, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আলী নুর খান, সহকারী কমিশনার মো. কামরুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরওয়ার, পৌর কাউন্সিলর থুইসিং প্রু লুবু প্রমুখ।

বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া প্রায় দুই শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে শুকনা খাবার, মোমবাতি ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।

বান্দরবান সদরে নয়টি আশ্রয়কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫টি পরিবার আশ্রয় নিয়েছে বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুন ১২, ২০১৮
জিপি

গ্রেনেড হামলাকারীদের কেউ রক্ষা পাবে না
নওয়াপাড়ার আলোচিত ডক্টরস ক্লিনিক সিলগালা
শেখ হাসিনা বেঁচে গেছেন বলে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে
পূর্ব ভেনেজুয়েলায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
জালিয়াতির দায় স্বীকার ট্রাম্পের সাবেক আইনজীবীর