Alexa

এতিম শিশুদের ঈদ উপহার দিলেন এসপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এতিম শিশুদের হাতে ঈদ উপহার তুলে দিচ্ছেন এসপি এসএম রশিদুল হক

লালমনিরহাট: ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে এতিম শিশুদের হাতে ঈদ উপহার তুলে দিলেন লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক।

মঙ্গলবার (১২ জুন) সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল শেষে শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেন তিনি।

লালমনিরহাট সদর থানা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল শেষে জেলা পুলিশের পক্ষ থেকে এক শত এতিম শিশুকে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় তুলে দেয়া হয়। লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন অঞ্চলের ও এতিমখানার একশ’ শিশুকে এ উপহার দেয়া হয়।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়, লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক রেজাউল করিম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি মোড়ল হুমায়ুন কবির প্রমুখ। 

ইফতার ও দোয়া মাহফিলে পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও সাংবাদিক অংশ নেন। 

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুন ১২, ২০১৮ 
আরএ

গ্রেনেড হামলাকারীদের কেউ রক্ষা পাবে না
নওয়াপাড়ার আলোচিত ডক্টরস ক্লিনিক সিলগালা
শেখ হাসিনা বেঁচে গেছেন বলে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে
পূর্ব ভেনেজুয়েলায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
জালিয়াতির দায় স্বীকার ট্রাম্পের সাবেক আইনজীবীর