Alexa

বেনাপোলে ভেন্টিলেটরে আটক শিশু উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ, ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): দশ বছরের শিশু কাদের। যে বয়সে বই-খাতা হাতে স্কুলে যাওয়ার সেই সময় চলে নিজের খাবার সংগ্রহের যুদ্ধ! পথে পথেই তার ঘর। অভাবের তাড়নায় চুরি করতে ঢুকে একটি দোকানে; কিন্তু সেখান থেকে পালানোর সময় ভেন্টিলেটরে আটকে যায় সে। পড়ে তাকে পুলিশ উদ্ধার করেছে।

মঙ্গলবার (১২ জুন) সকালে বেনাপোল বাজারের হাইস্কুল মার্কেটে আবু-বক্কারের মুদির দোকানে এমন ঘটনাই ঘটে। কাদের যশোর রেলগেট এলাকার কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চোর সিন্ডিকেটের মাধ্যমে প্রভাবিত হয়ে শিশুটি সোমবার (১১ জুন) দিনগত রাতে দোকানের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। চুরি শেষে বের হওয়ার সময় সেখানে আটকে যায় সে। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় তার সহযোগীরা। 

রাতভর সে ভেন্টিলেটরেই আটকে থাকে। সকালে দোকান খোলার পর শিশুটিকে দেখতে পান মুদি দোকানি আবু-বক্কার। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তিনি। 


বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত বাংলানিউজকে জানান, চুরির ঘটনায় শিশুটির সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা খুঁজে বের করা হচ্ছে।

তার স্বীকারোক্তি অনুযায়ী বেনাপোল বাজারের ভাঙারি ব্যবসায়ী আসলামকে পুলিশ আটক করেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুন ১২, ২০১৮
এজেডএইচ/ওএইচ/

নিয়ামতপুরে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু 
যাত্রীর অভাবে চলতি বছর ২০ হজ ফ্লাইট বাতিল
১৮ আগস্ট ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায় 
‘জীবনে একবারও সিগারেট আর পান খাইনি’
‘জাতির জনককে অস্বীকারকারীদের সঙ্গে আলোচনা নয়’