Alexa

তেজগাঁওয়ে ভাগনেদের মারধরে মামার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর তেজগাঁও পশ্চিম নাখালপাড়া এলাকায় দুই ভাগনের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে তাদের মারধরে গোলাম নবী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, তেজগাঁও ১৭৬ পশ্চিম নাখালপাড়ার বাড়িতে পরিবার নিয়ে থাকতেন গোলাম নবী। তাদের বাড়ির পাশেই থাকেন তার ভাগনে আরিফ হোসেন শিহাব ও হাবিবুর রহমান। শবে কদর উপলক্ষে তারা দুইজন গরু কেনেন। 

গরুটি গোলাম নবীর বাসার সামনে রাখলে গোলাম নবীর ছেলে আবু জাফরের সঙ্গে এই নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা আবু জাফরকে মারধর শুরু করেন।  

গোলাম নবী তার সন্তান আবু জাফরকে বাঁচাতে গেলে একপর্যায়ে ভাগনেরা তাকে কিল-ঘুষি মারেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন।

মহাখালীর একটি হাসপাতালে নিলে চিকিৎসক গোলাম নবীকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সংবাদ পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

ওসি আরও জানান, এ ঘটনায় নিহত গোলাম নবীর ছেলে আবু জাফর বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত দু’জন পলাতক আছেন। তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এজেডএস/আরআর

মেসিডোনিয়ায় নাম পরিবর্তন চুক্তির প্রতিবাদে বিক্ষোভ 
রাজধানীতে অ‍াগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত আটক
ত্রিপুরায় বিজেপি কর্মীকে গুলি করে হত্যা
ড্রাইভিং সিটে সৌদি নারীরা
উত্তরায় ইয়াবাসহ আটক ৪