Alexa

সাংবাদিক মান্না’র মায়ের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

নোয়াখালী: ডেইলি অবজারভার ও দৈনিক আজকালের খবরের নোয়াখালী প্রতিনিধি সাংবাদিক মুলতানুর রহমান মান্নার মায়ের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক জানিয়েছেন।

মঙ্গলবার (১২ জুন) দিনগত রাতে সাংবাদিক মান্নার মায়ের মৃত্যুতে এক শোক বার্তায় ওবায়দুল কাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

রাত ১১টায় স্থানীয় আজিজুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমার জানাজা শেষে গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের পশ্চিম একলাশপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

মমতাজ বেগম (৫৭) কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় ঢাকা ইসলামীয়া হাসপাতালে মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি মৃত্যুকালে দুই ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, ১৩ জুন, ২০১৮
আরআর

ডিমলায় জামায়াতের শীর্ষ ৪ নেতা আটক
সাচ্ছন্দেই নৌপথে ঘরে ফিরছেন মানুষ
বাংলাদেশ-ইন্দোনেশিয়া সম্পর্ক ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ
মন সুস্থ রাখে খেলাধুলা, বুদ্ধি বাড়ায় দাবা
লুটেরাদের কাউকে ছাড়া হবে না: ইমরান খান