Alexa

সংসদে ঈদ জামাত সকাল ৮টায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ জাতীয় সংসদ। ফাইল ফটো

ঢাকা: প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এবার সকাল ৮টায় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। 

বুধবার (১৩ জুন) সংসদ সচিবালয় সূত্র এ তথ্য জানিয়েছে। 

কর্মকর্তারা জানান, ঈদ জামাতে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। জাতীয় সংসদের চিফ হুইপ, অন্যান্য হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য (এমপি) ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা জামাতে অংশ নেবেন। 

উল্লেখ্য, এ জামাত সবার জন্য উন্মুক্ত। জামাতে আগ্রহী মুসল্লীদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এসএম/এমএ

পলাশবাড়ীতে বাস উল্টে নিহত ১৪
সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত
তারাগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
সাদিক মনোনয়ন পাওয়ায় বরিশালে আনন্দ মিছিল
ত্রিপুরার দুই সাংবাদিক খুনের তদন্ত করবে সিবিআই