Alexa

জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা। ছবি: বাংলানিউজ

জামালপুর: জামালপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী। 

বুধবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের ছনকান্দায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা মোশারফ হোসেন (৪২) ও অজ্ঞাতপরিচয় (৮) একটি শিশু। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. নূর উদ্দীন বাংলানিউজকে জানান, জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক জামালপুর পৌরসভার ছনকান্দায় ময়মনসিংহ থেকে জামালপুরগামী দুই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুই অটোরিকশার সাত যাত্রী গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর মোশারফ ও অজ্ঞাত (৮) একটি শিশুর মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও শিশুটির পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এসআরএস

মা-বাবার সঙ্গে বাঁধনহারা আনন্দে শিশুরা
ঈদের ছুটি শেষে জনস্রোত এখন কর্মস্থলমুখী 
বিএনপির গতিবিধি বুঝে জাপার সঙ্গে আ’লীগের আসন সমঝোতা
ত্রিপুরায় আবারো সাংবাদিকের ওপর হামলা
বলেশ্বরের বুকে জেগে ওঠা ‘বিহঙ্গ দ্বীপ’