Alexa

পাবনায় জেএমবি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আটক জেএমবি সদস্য শাহীন আলম

সিরাজগঞ্জ: পাবনা সদর উপজেলায় শাহীন আলম (২৮) নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-১২) সিরাজগঞ্জের সদস্যরা।

বুধবার (১৩ জুন) ভোরে উপজেলার চর আশুতোষপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. সাকিবুল ইসলাম খান বিষয়টি জানান।

শাহীন আলম ওই গ্রামের মো. শাহজাহান শেখের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহীন আলম একজন জেএমবি সদস্য। তিনি সুজানগর থানায় ২০১৬ সালে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার অন্যতম আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এনটি

সাভারে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আটক ৩
বরিশালে আ’লীগের মনোনয়ন চান ৮৬ কাউন্সিলর প্রার্থী
সিসিকে মেয়র পদে চারজনসহ ১৫৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
অবশ্যই আমরা একসঙ্গে খেলতে পারি: দিবালা
প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে বৃদ্ধের কব্জি বিচ্ছিন্ন