Alexa

মুলাদীতে দুস্থদের চালসহ চৌকিদার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আটকের প্রতীকী

বরিশাল: বরিশালের মুলাদীতে ঈদ উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দ ২০ বস্তা চালসহ আলামিন নামে এক চৌকিদারকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ জুন) দুপুরে মুলাদী সদর ইউনিয়নের পূর্ব চর লক্ষীপুর (বেইলি ব্রিজ) এলাকা থেকে তাকে আটক করা হয়। আলামিন ওই এলাকার বাসিন্দা।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হাসান বাংলানিউজকে জানান, আটক পর জিজ্ঞাসাবাদে আলামিনের কাছ থেকে কোনো সদোত্তর পাওয়া যায়নি। দুস্থদের জন্য বরাদ্দ করা চাল তার কাছে কোন জানতে চাইলে তিনি উত্তর দিতে পারেননি।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলা‌দেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এমএস/ওএইচ/

কমলাপুরে রাজধানীমুখী মানুষের ভিড়
মুক্তাগাছায় মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
সাভারে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আটক ৩
বরিশালে আ’লীগের মনোনয়ন চান ৮৬ কাউন্সিলর প্রার্থী
সিসিকে মেয়র পদে চারজনসহ ১৫৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ