Alexa

মুলাদীতে দুস্থদের চালসহ চৌকিদার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আটকের প্রতীকী

বরিশাল: বরিশালের মুলাদীতে ঈদ উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দ ২০ বস্তা চালসহ আলামিন নামে এক চৌকিদারকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ জুন) দুপুরে মুলাদী সদর ইউনিয়নের পূর্ব চর লক্ষীপুর (বেইলি ব্রিজ) এলাকা থেকে তাকে আটক করা হয়। আলামিন ওই এলাকার বাসিন্দা।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হাসান বাংলানিউজকে জানান, আটক পর জিজ্ঞাসাবাদে আলামিনের কাছ থেকে কোনো সদোত্তর পাওয়া যায়নি। দুস্থদের জন্য বরাদ্দ করা চাল তার কাছে কোন জানতে চাইলে তিনি উত্তর দিতে পারেননি।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলা‌দেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এমএস/ওএইচ/

ছাগলনাইয়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৬
যশোরে ভিজিএফ’র চাল পাচার রুখে দিলো জনতা
ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিলেটের চামড়া ব্যবসায়ীরা!
কেরালার বন্যায় রেড অ্যালার্ট প্রত্যাহার, নিহত ২৪৫
পরোক্ষ ধূমপানে বাড়ে শিশুদের ফুসফুসজনিত রোগের ঝুঁকি