Alexa

টেকনাফে চাঁদের গাড়ি-সিএনজি সংঘর্ষে চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টেকনাফ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে চাঁদের গাড়ি ও সিএনজি সংঘর্ষে ধলা মিয়া নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

সোমবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং শামলাপুর আঞ্চলিক সড়কের ফরেস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ধলা মিয়া উপজেলার বাহরছড়া ইউনিয়নের শামলাপুর ঘোনারপাড়ার সৈয়দ নূরের ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুরে একটি সিমেন্ট বোঝাই চাঁদের গাড়ি হোয়াইক্যং হয়ে যাচ্ছিল। পথে ফরেস্ট অফিসের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। এসময় গুরুতর আহত হন আরো দুই যাত্রী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজু কান্তি দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
টিটি/আরবি/

স্ত্রীর চিকিৎসা করাতে এসে দুর্ঘটনায় স্বামীর মৃত্যু
পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের নিহত
মাদক নির্মূলে রাজধানীতে সাইকেল শোভাযাত্রা
রাজশাহী নগর জামায়াতের আমিরসহ গ্রেফতার ২
বরিশালে মহানগর জামায়াতের সেক্রেটারি গ্রেফতার