Alexa

মেঘনায় ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: প্রতীকী

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় মেঘনা নদীতে ডুবে শামিম ও শাহিনুর আক্তার শিমু নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাহমুদাবাদ গ্রামের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামিম ও শিমু ওই গ্রামের আলামিনের ছেলে-মেয়ে।

মাহমুদাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুল ছাত্তার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহত শামিমের বয়স ৯ বছর ও তার বোন শিমুর বয়স সাড়ে ৩ বছর। তারা খেলাধুলা করার সময় হঠাৎ নদীতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

শিশু দু’টির মরদেহ ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ২২, ২০১৮
জিপি

টয়াকে শুভ কামনা জানালেন সিয়াম
চাঁদের অভিমুখে মানুষের যাত্রা
ব্যয় বাড়বে কুম্ভ, সাফল্য পাবেন বৃষ
ফ্রি-স্টাইল ফুটবলে হেডস্কার্ফে মালয়েশিয়ান তরুণী!
ফাইনালে সেই পেনাল্টির সিদ্ধান্ত ঘিরে বিতর্ক