Alexa

ওজনদার বটে!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেঝেতে শুয়ে আছেন সেই ২০০ কেজি ওজনের মানুষ।

ঢাকা: ফায়ার ফাইটার মোতালিব যখন ফোন পান তখন তার কল্পনাতেও আসেনি কি বিড়ম্বনা অপেক্ষা করছে সামনে। উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের গাড়ি ও ৬ সঙ্গী নিয়ে দ্রুতই তিনি রওয়ানা হন ঘটনাস্থলে।

কিন্তু সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই চক্ষু চড়কগাছ সবার। মেঝেতে হাত-পা ছড়িয়ে যিনি শুয়ে আছেন তার বয়স মাত্র ২৮ বছর হলেও বয়স্ক বলেই মনে হয়। তবে গোলমালটা আসলে অন্যখানে।

ওই ব্যক্তির বিশালাকায় শরীর তুলতে হিমশিম খেতে হয় উদ্ধার দলকে। ২০০ কেজির ওজনের শরীর তোলা তো আর চাট্টিখানি কথা নয়।

শেষ তক বেডসিটে শরীর পেঁচিয়ে ওই ব্যক্তিকে তুলে হাসপাতালে নিয়ে যান ৭ ফায়ার ফাইটার। এমন ওজনদার রোগী টানার রেকর্ড অবশ্য এটাই তাদের প্রথম নয়। গত বছরের সেপ্টেম্বরে আড়াইশ’ কেজি ওজনের শরীর তুলতে হয়েছিলো তাদের।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
জেডএম/

চুনারুঘাটে মাটিচাপা পড়ে ২ নারী শ্রমিকের মৃত্যু
জাহিদ হাসান এবার গার্ড!
বৃহস্পতিবার শহীদ মিনারে গোলাম সারওয়ারকে শেষ শ্রদ্ধা
চট্টগ্রামে পুড়েছে শতাধিক কাঁচাঘর, দোকান
উসকানি-সহিংসতার অভিযোগের ৫১ মামলায় গ্রেফতার ৯৭