Alexa

ডাস্টবিনে সোনার বার!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সোনার বার। ছবি: সংগৃহীত

ঢাকা: সৌভাগ্য আর কাকে বলে! পরিচ্ছতাকর্মী মুহূর্তে বনে গেলেন কোটিপতি! সম্প্রতি দক্ষিণ কোরিয়ার ইনশিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের একজন পরিচ্ছতাকর্মী (ক্লিনার) সাতটি সোনার বারের মালিক বনে গেলেন। বারগুলো তিনি খুঁজে পান বিমানবন্দরের ডাস্টবিনে। 

খবরের কাগজে মোড়ানো ছিল সেগুলো, প্রতিটির ওজন এক কেজি। এ পরিমাণ সোনার আনুমানিক মূল্য প্রায় ৩৫০ মিলিয়ন ওয়েন (বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি টাকা)।

পুলিশ এই সোনার বারগুলোর মালিককে শনাক্ত করতে পারলেও, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশের সন্দেহ, অবৈধ উপায়ে সোনাগুলো পাচারের সময় ধরা পড়ে যাওয়ার ভয়ে ব্যক্তিটি তা ডাস্টবিনে ফেলে পালিয়ে যান।

এখনও পর্যন্ত কেউ সোনার বারগুলোর মালিকানা দাবি করেনি। এভাবে ছয় মাস কেউ মালিকানা দাবি না করলে দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী সোনাগুলোর মালিক হবেন ওই ক্লিনার। আর যদি ছয় মাসের মধ্যে এর মালিক হাজির হনও ‘লস্ট আর্টিকেল ল’ অনুযায়ী সেগুলোর মোট বাজার মূল্যের পাঁচ থেকে ২০ শতাংশ পাবেন ক্লিনার। 

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, মে ০৪, ২০১৮
এনএইচটি/এএ

চুনারুঘাটে মাটিচাপা পড়ে ২ নারী শ্রমিকের মৃত্যু
জাহিদ হাসান এবার গার্ড!
বৃহস্পতিবার শহীদ মিনারে গোলাম সারওয়ারকে শেষ শ্রদ্ধা
চট্টগ্রামে পুড়েছে শতাধিক কাঁচাঘর, দোকান
উসকানি-সহিংসতার অভিযোগের ৫১ মামলায় গ্রেফতার ৯৭