Alexa

খালেদাকে দেখতে কারাগারে ৪ চিকিৎসক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খালেদা জিয়া (ফাইল ছবি)

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চার ব্যক্তিগত চিকিৎসক তাকে দেখতে কারাগারে প্রবেশ করেছেন। শনিবার (৯ জুন) বিকেল সোয়া ৪টায় পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে প্রবেশ করেন তারা।

কারাফটক থেকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

**খালেদাকে দেখতে যাচ্ছেন ৪ চিকিৎসক

এর আগে দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব প্রফেসর ডা. এজেড এম জাহিদ হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে প্রফেসর এফএম সিদ্দিকী, প্রফেসর সৈয়দ ওয়াহিদুর রহমান, প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস ও ডা. মো. আল মামুন খালেদাকে দেখতে যাবেন।

শুক্রবার (৮ জুন) পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেন। 

তাদের বরাত দিয়ে শুক্রবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত ৫ জুন খালেদা জিয়া দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। তিনি তিন সপ্তাহ যাবৎ জ্বরে ভুগছেন। তার অসুস্থতা নিয়ে এর আগেও বলা হয়েছে। চিকিৎসার ব্যবস্থা নিলে তার স্বাস্থ্যের এতটা অবনতি হতো না।

 তিনি অবিলম্বে খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানিয়ে রোববার (১০ জুন) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুন ০৯, ২০১৮
এমএইচ/আরআর

সড়কপথে চালান পাঠিয়ে ব্যবসায়ীরা আসেন আকাশপথে
বকেয়া বেতনের দাবিতে জামালপুরে জুটমিল শ্রমিকদের বিক্ষোভ
রণবীর-দীপিকার বিয়েতে মোবাইল নিষিদ্ধ!
সাংবাদিক গোলাম সারওয়ারকে স্পিকারের শেষ শ্রদ্ধা 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট