Alexa

ব্রাহ্মণাবড়িয়ায় ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া সদর

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাইফুল ইসলাম শান্ত নামে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের পূর্ব মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক গুলিবিদ্ধ শান্ত মেড্ডা এলাকার অহিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ট্রাক মালিক সমিতির আয়োজনে ইফতার মাহফিলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শান্ত বাড়ি ফেরার পথে মেড্ডা পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছলে শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাধীন আল লিমন বুকে পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করেন। 

পরে স্থানীয় লোকজন শান্তকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুন ০৯, ২০১৮
জিপি

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ১১জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি
কলঙ্কিত আরেক অধ্যায় ২১ আগস্ট
১৮০০ স্প্লিন্টার আঘাত করলেও আ’লীগ ছাড়েননি মাহবুবা
নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ১১
আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা