Alexa

বাসদ নেতা মিলু আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জা‌হেদুল হক মিলু (ফাইল ফটো)।

কু‌ড়িগ্রাম: বাংলা‌দেশ সমাজতা‌ন্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় ক‌মি‌টির সদস্য ও সমাজতা‌ন্ত্রিক শ্র‌মিক ফ্র‌ন্টের সভাপ‌তি কু‌ড়িগ্রা‌মের সন্তান জা‌হেদুল হক মিলু আর নেই।

বুধবার (১৩ জুন) দুপুর ১২টার দি‌কে ঢাকাস্থ বঙ্গবন্ধু ‌শেখ মু‌জিব মে‌ডি‌কেল বিশ্ববিদ্যাল‌য় হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন (ইন্না...রাজিউন)। ‌মৃত্যুকা‌লে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি মা, ছয় ভাই, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রে‌খে গেছেন।

এর আগে গত ১৩ মে ঢাকা থে‌কে বাসে করে কু‌ড়িগ্রা‌মে আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ১৩ জুন, ২০১৮
এফইএস/টিএ

বিএনপির সংবাদ সম্মেলন বিকেলে
ট্রাম্পের দেশের ‘বাদশা’ উড়োজাহাজ চড়ে এলো ঢাকায়!
নেইমার আমাকে অপমান করেছিলো: থিয়াগো সিলভা
এটি একটি পার্ক!
ওভার ব্রিজ দিয়ে মিনিটে চলাচল করে সাড়ে ৫জন