Alexa

সাভারে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার

সাভার (ঢাকা): সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ জুন) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালিয়াকৈর গ্রামে বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাদ মোল্ল্যা ও সাভার উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মণ্ডলের মধ্যে সংঘর্ষে বাধে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে সেলিম মণ্ডল, সামাদ মোল্ল্যা ও বিরুলিয়ার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিসকে আটক করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে সংঘর্ষ ও গোলাগুলির বিষয়ে জানতে ওই তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, জুন ২০, ২০১৮
আরবি/

সীমান্ত গ্রাম থেকে ২ লাখ রুপি মূল্যের গাঁজা জব্দ
ইমরান এইচ সরকারকে যুক্তরাষ্ট্র যেতে বাধার অভিযোগ
অনাস্থা ভোটে মোদীর জয়
স্ত্রীর চিকিৎসা করাতে এসে দুর্ঘটনায় স্বামীর মৃত্যু
পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের নিহত