Alexa

বিদ্যুৎ সংযোগ পেলো বানিয়াচংয়ের ১৫৬ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান

হবিগঞ্জ: স্বাধীনতার ৪৭ বছর পর হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নোয়াগাঁও গ্রামে ১৫৬ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- বানিয়াচং পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আবু জাফর, পুকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এজেডএম উজ্জ্বল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোফাচ্ছল হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য পারভীন আক্তার প্রমুখ।

ডিজিএম আবু জাফর জানান, প্রায় ২ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে ১৫৬ পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হয়েছে ২৭ লাখ ৭৯ হাজার টাকা।

উদ্বোধন শেষে স্থানীয় গ্রামবাসীর আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য মজিদ খান। এসময় বিদ্যুৎ পেয়ে উল্লাস প্রকাশ করেন এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মে ২২, ২০১৮
জিপি

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ১১জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি
কলঙ্কিত আরেক অধ্যায় ২১ আগস্ট
১৮০০ স্প্লিন্টার আঘাত করলেও আ’লীগ ছাড়েননি মাহবুবা
নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ১১
আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা