Alexa

ব্রাহ্মণবাড়িয়ায় বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়ায় বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বসুন্ধরা এলপি গ্যাসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মে) সন্ধ্যায় শহরের মৌলভীপাড়ায় স্মৃতি চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এবারের ইফতার মাহফিলের প্রতিপাদ্য “ভ্রাতৃত্বের উদযাপনে ইফতার আয়োজন-২০১৮”। 

অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক আরিফুল ইসলাম ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আঞ্চলিক ব্যবস্থাপক মোর্শেদ মারুফ। 

এছাড়া ইফতার মাহফিলে বসুন্ধরা এলপি গ্যাসের ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি উপজেলার প্রায় শতাধিক পরিবেশক ও খুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু ব্যবসা নয়, কীভাবে নিরাপদে এলপি গ্যাস ব্যবহার করতে হয়, সে ব্যাপারে জনসচেতনতামূলক কাজও সবাইকে করতে হবে। 

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এসআই

গ্রেনেড হামলাকারীদের কেউ রক্ষা পাবে না
নওয়াপাড়ার আলোচিত ডক্টরস ক্লিনিক সিলগালা
শেখ হাসিনা বেঁচে গেছেন বলে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে
পূর্ব ভেনেজুয়েলায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
জালিয়াতির দায় স্বীকার ট্রাম্পের সাবেক আইনজীবীর