Alexa

ব্রাহ্মণবাড়িয়ায় বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়ায় বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বসুন্ধরা এলপি গ্যাসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মে) সন্ধ্যায় শহরের মৌলভীপাড়ায় স্মৃতি চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এবারের ইফতার মাহফিলের প্রতিপাদ্য “ভ্রাতৃত্বের উদযাপনে ইফতার আয়োজন-২০১৮”। 

অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক আরিফুল ইসলাম ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আঞ্চলিক ব্যবস্থাপক মোর্শেদ মারুফ। 

এছাড়া ইফতার মাহফিলে বসুন্ধরা এলপি গ্যাসের ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি উপজেলার প্রায় শতাধিক পরিবেশক ও খুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু ব্যবসা নয়, কীভাবে নিরাপদে এলপি গ্যাস ব্যবহার করতে হয়, সে ব্যাপারে জনসচেতনতামূলক কাজও সবাইকে করতে হবে। 

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এসআই

দুর্ভোগ না কমা পর্যন্ত ত্রাণ দেওয়া অব্যাহত থাকবে
শিয়াল মারার ফাঁদে পা আটকে বৃদ্ধার মৃত্যু 
কোটালীপাড়ায় খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
টেকনাফে চাঁদের গাড়ি-সিএনজি সংঘর্ষে চালক নিহত
এবার মানুষের ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন: ইনু