Alexa

ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শচীনপুত্র অর্জুন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাবা শচীনের সঙ্গে অর্জুন টেন্ডুলকার

ঢাকা: ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে জায়গা করে নিলেন কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। আগামী জুলাইয়ে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের তরুণদের দু’টি চার দিনের ম্যাচ খেলার জন্য দলে রাখা হয়েছে তাকে।

২০১৭ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে অর্জুনের। তারপর থেকে ধারাবাহিকভাবে ভাল খেলে ধর্মশালায় প্রশিক্ষণ শিবিরে সুযোগ পান এই বাঁহাতি পেসার ও ব্যাটসম্যান। সেখানেই তিনি নজর কাড়েন বিসিসিআই নির্বাচকদের। তারই ফল হিসেবে সুযোগ পেয়ে গেলেন অনূর্ধ্ব-১৯ দলে খেলার।

শ্রীলঙ্কা সফরের দল ঘোষণায় জানানো হয়, কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে দু’টি চার দিনের ম্যাচ খেলবেন অর্জুনও। 

এদিকে আগামী আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হতে পারে শচীনপুত্রের। পুত্রের এমন সাফল্যে দারুণ খুশি শচীন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ২০১৮
এমএইচএম

সড়কপথে চালান পাঠিয়ে ব্যবসায়ীরা আসেন আকাশপথে
বকেয়া বেতনের দাবিতে জামালপুরে জুটমিল শ্রমিকদের বিক্ষোভ
রণবীর-দীপিকার বিয়েতে মোবাইল নিষিদ্ধ!
সাংবাদিক গোলাম সারওয়ারকে স্পিকারের শেষ শ্রদ্ধা 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট